যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ইরানকে অস্ত্র দেবে চীন-রাশিয়া !

যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ইরানকে অস্ত্র দেবে চীন-রাশিয়া !

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষার অংশ হিসেবে ইরানকে সামরিক সহযোগিতা দেবে চীন ও রাশিয়া। যুদ্ধ বিমানসহ বিভিন্ন সমরাস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করবে দেশ দুটি।

তাইওয়ানভিত্তিক সংবাদমাধ্যম ওয়াচিং টাইমসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে চীনের xdtgfdসংবাদমাধ্যম পিপলস ডেইলি।

যুক্তরাষ্ট্র যেখানে নিজের মিত্রদের ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটকে (ন্যাটো) রাশিয়ার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, সেখানে বেইজিং ও মস্কো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রচেষ্টা বাড়াচ্ছে আর এরই অংশ হিসেবে ইরানকে সামরিক সহযোগিতা করছে।

পিপলস ডেইলি জানায়, কৌশলের অংশ হিসেবে চীন ইরানকে আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করবে। অন্যদিকে রাশিয়া ইরানের কাছে আধুনিক মিসাইল ব্যবস্থা বিক্রি করতে যাচ্ছে।

ইরানের বিমান বাহিনী আইআরআইএএফের কাছে বর্তমানে প্রায় ৫০০ বিমান, এফ-ফোর ডি, সু ২৪-এর মতো পুরনো ধাঁচের জেট বিমান আছে। এ ছাড়া সীমিত সংখ্যক মিগ ২৯ আছে। তবে তা যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের বিরুদ্ধে লড়াই করার মতো যথেষ্ট নয়।

এদিকে ইরানকে এস৩০০ নামের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। নিঃসন্দেহে রাশিয়ার এ সহযোগিতা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দারুণ উজ্জীবিত করবে। ইরান যখন প্রথম এ ব্যবস্থা নেওয়ার আগ্রহ প্রকাশ করে তখন যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছিল। কিন্তু মস্কো তা উড়িয়ে দিয়ে তেহরানকে এ সহযোগিতার কথা বলে যাচ্ছে।

অন্যদিকে ইরানের কাছে যুদ্ধ বিমান বিক্রির ব্যাপারটিও প্রায় সম্পন্ন করে ফেলেছে রাশিয়া। সম্প্রতি প্রকাশিত এক ছবিতে দেখা গেছে বেশ কিছু বিমানকে ইরানের আইআরআইএএফের রঙে রঙিন করা হয়েছে।
যদি জে ১০ নামের এ বিনিময় চূড়ান্ত হয়ে যায় ইরানের বিমান বাহিনী নতুন রূপ লাভ করবে। এ সাহায্য ইরানকে প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট সামর্থ্যবান করে তুলবে।

আন্তর্জাতিক