পাকিস্তান সরকার বলেছে, দেশটির বিরুদ্ধে তৎপরতা চালানোর কাজে প্রায় ৩০০০ ওয়েবসাইট জড়িত রয়েছে। পাক সংসদের তথ্য প্রযুক্তি এবং টেলিকম্যুনিকেশন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ তথ্য দেয়া হয়েছে। এ তথ্য দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সংসদ সদস্য তাহির ইকবাল।
এর আগে ইলেক্ট্রনিক অপরাধ বিল ২০১৫ সংক্রান্ত প্রস্তাব সংসদে পাঠানো হয়েছে। এ সব প্রস্তাব পুনরায় খতিয়ে দেখার বিষয় নিয়ে কমিটি বৈঠকে বসলে এ তথ্য দেন ইকবাল। সাইবার অপরাধ ও তার শাস্তির বিষয় নিয়ে আলোচনা করে কমিটি।
তাহির ইকবাল জানান, বিলটি দ্রুত চূড়ান্ত করতে চাইছে সরকার। পাকিস্তানের জাতীয় কর্ম পরিকল্পনা বা এনএপি বাস্তবায়নে অংশ হিসেবে আইনের দাবি জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। আগামী মঙ্গলবার কমিটি পুনরায় বৈঠকে বসবে।
এদিকে, ৪৪ পৃষ্টার এ বিলকে এরই মধ্যে কমিয়ে ১৩ পৃষ্টায় নিয়ে আসা হয়েছে। মানবাধিকার রক্ষার বিষয়ে যে সব পরামর্শ দেয়া হয়েছিল তা বাদ দেয়ায় পৃষ্টা সংখ্যা কমেছে বলে অভিযোগ করা হয়েছে।