ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন পূণ্যার্থী নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন নারী।
এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।
শুক্রবার সকালে জামশেদপুর থেকে ৪০ কিলোমিটার দূরে এ ৩৩ নম্বর মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, একটি পিকআপ ভ্যানে করে পুরী থেকে তীর্থ করে বাড়ি ফেরার সময় চৌকা নামে একটি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনার পর সেরাইকেলা-খারসন জেলার পুলিশ সুপার ইন্দ্রজিৎ মাহাথা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংবাদমাধ্যম জানাচ্ছে, ১১ জন পূণ্যার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।
আহতদের স্থানীয় এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের সবার বাড়ি বিহারের সিভানের অন্দ্রবাজারে।