ভারতে সড়ক দুর্ঘটনায় ১৩ পুণ্যার্থী নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৩ পুণ্যার্থী নিহত

ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন পূণ্যার্থী নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন নারী। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। আজ শুক্রবার সকালে জামশেদপুর থেকে sdfrds৪০ কিলোমিটার দূরে সেরাইকেলা-খারসন জেলার ৩৩ নম্বর মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটেছে। এঘটনায় ১১ জন পূণ্যার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। আহতদের স্থানীয় এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি বিহারের সিভানের অন্দ্রবাজারে।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, একটি বাসে করে দেয়াঘর থেকে ওড়িষ্যার পুরি হয়ে বিহারের সিওয়ানে ফিরছিলেন তারা। এ সময় সময় চৌকা এলাকায় বাসটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার বাসটির সব যাত্রী পুণ্যার্থী ছিলেন। তারা বিহারের সিওয়ানের বাসিন্দা। পুণ্যার্থীরা দেওগড়েরর বাবাধাম মন্দির পরিদর্শন করে ওডিশার পুরীতে গিয়েছিলেন। সেখান থেকে সিওয়ান ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক