ভবিষ্যতের পেসার খুঁজে বের করতে, বছরে দুবার ক্যাম্প করাতে রাজি ওয়াসিম আকরাম

ভবিষ্যতের পেসার খুঁজে বের করতে, বছরে দুবার ক্যাম্প করাতে রাজি ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম কাজ চেয়েছিলেন। সংবাদপত্রে আসে বিষয়টি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তখনো ওয়াসিমকে কোনো কাজে লাগায়নি। এরপর এই আগস্টেই পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট dfgfdবোলার ওয়াসিম পান কাজ। সারা দেশ খুঁজে বের করা নবীন ফাস্ট বোলারদের বিশেষায়ীত ক্যাম্পে কোচিং করান ওয়াসিম। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, বছরে দুবার এরকম ক্যাম্পে সময় দিতে রাজি হয়েছেন ওয়াসিম।

করাচিতে আগস্টের শুরুতে শুরু ফাস্ট বোলারদের ক্যাম্প। সেখানে বেছে আনা বোলারদের ঘসেমেজে আরো শাণিত করে তুলেছেন ওয়াসিম। এই ক্যাম্প শেষ হলো বৃহস্পতিবার। পাকিস্তানের জন্য ভবিষ্যতের পেসার খুঁজে বের করে সংবাদ সম্মেলন করে পিসিবি। উপস্থিত ছিলেন ওয়াসিম।
আর এই সংবাদ সম্মেলনেই পিসিবি প্রধান শাহরিয়ার বলেন, “ওয়াসিমের উপস্থিতি পাকিস্তানের ক্রিকেটকে লাভবান করবে তাতে কোনো সংশয় নেই। তরুণদের ট্রেনিং দেয়ার জন্য তার মতো একজনকে জড়িত করার মানে হলো তাতে আমাদের ক্রিকেটের উন্নতি হবে।”

এই ক্যাম্পের ব্যাপারে শাহরিয়ার বলেছেন, “ওয়াসিমকে আমি ১৯৯৯ এর ভারত সফর থেকে চিনি। তখন সে অধিনায়ক ছিল। আমি হয়েছিলাম ম্যানেজার। এই বছরের বিশ্বকাপের সময় তার সাথে আমার দেখা। ক্যাম্পের জন্য কখন তাকে পাওয়া যায় সেটিই ছিল মাথায়। ওয়াসিম আমাকে জানায় আগস্টে সময় দিতে পারবে। তখন আমরা একটা ক্যাম্প করার কথা ভাবি।” এর সাথে তিনি যোগ করেন, “ওয়াসিমের সবসময় ইচ্ছে পাকিস্তানের ক্রিকেটের সেবা করার। আমরা খুব আনন্দিত যে আমাদের প্রতিভাবান বোলারদের বছরে দুইবার ট্রেনিং করাতে রাজি হয়েছে সে।”

খেলাধূলা