বাংলাদেশের সাথে ওয়ানডে খেলতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেট হবে দুই দেশের মধ্যে। এর আগে বাংলাদেশ যে কতটা ভয়ংকর সেই প্রসঙ্গে একে একে মুখ খুলেছেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ওয়ার্নার বাংলাদেশকে নিয়ে এর আগে যা বলেছেন তা বেশ আপত্ত্বিকর। স্টিভেন স্মিথ বাংলাদেশে গুগ্ধ। তবে এক তারকা ক্রিকেটার ও ওপেনার ব্যাটসম্যান টাইগারদের নিয়ে যা বলেছেন তাতে উচ্ছ্বাস প্রকাশ করবেন অনেকেই।
বাংলাদেশ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা বলেন গ্রান্ট ইলিয়ট। তিনি বলেছেন, আমি জানি বাংলাদেশের মাটিতে ক্রিকেট খেলা কতটা কষ্টকর। বেগ পেতে হবে অস্ট্রেলিয়াকে।
তিনি আরো বলেছেন, “নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দারুণ প্রতিদ্বন্দ্বী দল। আমিও বাংলাদেশে গেছি। সেখানে জিততে ঘাম ছুটে যায়। বিদেশি কন্ডিশনে টার্নিং ও স্লো উইকেট পেয়েছি যেখানে মানিয়ে নিতে সময় লাগে।”
বাংলাদেশের বিরুদ্ধে এর আগেও আমাদের বেগ পেতে হয়েছে। ২০১৩ সালে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের শিকার হওয়া ইলিয়টের দল নিউজিল্যান্ড বাংলাদেশকে ভালো করেই চেনে।
সে সময়ে কিউ দলের সদস্য ইলিয়ট যেন টেস্ট খেলতে আসা অসিদের সাবধান করে দিলেন। অন্যদিকে সাবধান করলেন নিজ দেশের ক্রিকেটারদেরও।
নিউজিল্যান্ড ও বাংলাদেশ ফেরত দক্ষিণ আফ্রিকার মধ্যে শুক্রবার শুরু হচ্ছে ক্রিকেট লড়াই। দুই দেশের ক্রিকেট লড়াই শুরু হওয়ার আগে সংবাদ সংম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে যেতে পারলেন না তিনি।