ক্রিকেটে ১৩৮ বছরের ইতিহাসে যেটা নেই সেটা যোগ হলো এবার। এমনকি ধারনার বাইরেই ছিল যে ক্রিকেট বিশ্বে এই উদাহরণ সৃষ্টি হবে কিনা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। এখানেই দুই ভারতীয় বোলারের অনন্য কীর্তিতে এল নতুন রেকর্ড। দুই দেশের এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং আগুনে মুখ খুবড়ে পড়ে শ্রীলঙ্কার।
টেস্ট ক্রিকেট শুরুর পর অর্থাৎ ১৩৮ বছরের এই প্রথম দুই ওপেনারই ‘ডাক’ খেয়ে ফিরলেন স্পিনারদের বলে। গল টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় বোলার রবিচন্দ্র অশ্বিন ও অমিত মিশ্র এই কীর্তির নায়ক। কোনো রান না করেই অশ্বিনের বলে বোল্ড হন করুনারত্নে। অন্যদিকে মিশ্র ঘূর্নিতে বোল্ড হন সিলভা। শ্রীলঙ্কার মাটিতে হয়ে গেল ক্রিকেটের একটি বিরল ঘটনা। যা এখন থেকে ইতিহাস হয়ে থাকবে। প্রথম ইনিংসে লঙ্কানরা ১৮৩ রানে গুটিয়ে যায়।
অন্যদিকে ভারত ৩৭৫ রান করে। পরে দ্বিতীয় ইনিংসে কোনো রান না করেই শ্রীলঙ্কার দুই ওপনার সাজঘরে ফেরেন। এটা একটি নতুন ঘটনা।