প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৮ মার্চের চট্টগ্রাম সফর স্থগিত করা হয়েছে। এর ফলে ২৮ মার্চ নগরীর পলোগ্রাউন্ড ময়দানে ১৪ দলের মহাসমাবেশ হচ্ছে না।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফর স্থগিতের বিষয়টি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের জানানো হয়েছে।
সফর স্থগিতের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মহাসমাবেশের জন্য আমরা আজ (মঙ্গরবার) সন্ধ্যায়ও বর্ধিত সভা করেছি। এরপর প্রধানমন্ত্রীর সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানতে পেরেছি।’
২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম বন্দরে নির্মিত বন্দরনগরীর প্রথম ফ্লাইওভার সহ চারটি সরকারী প্রকল্প উদ্বোধনের কথা ছিল। এছাড়া বিকেলে পলোগ্রাউন্ড ময়দানে ১৪ দল আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর নিয়ে সমন্বয়ের জন্য গত (সোমবার) রাতে ঢাকায় যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়েও যান।
এ ব্যাপারে মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘২৮ তারিখের সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী। বাতিল করেননি। পরবর্তীতে সময় নির্ধারণ করে প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসবেন।’
একই বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, ‘২৮ তারিখ মহাসমাবেশ হবে না। পরে প্রধানমন্ত্রী সময় দিলে আমরা মহাসমাবেশের আয়োজন করব।’
উল্লেখ্য, মহাসমাবেশ নিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ইতোমধ্যে প্রচার-প্রচারণাও শুরু করে দিয়েছে।