সম্প্রতি সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও মন্দিরের ভেতর ঢুকে প্রতিমা ভাংচুর করার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পুলিশ মামলা রেকর্ড না করায় আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে সংখ্যালঘুদের এ মামলা অবিলম্বে নেয়ার দাবী করেন। তা না হলে অভিন্ন কর্মসূচি পালন করবেন তারা। পরে উপজেলা নিবার্হী অফিসারকে স্বারকলিপি প্রদান করেন নেতারা।
জানা গেছে , গত ১আগষ্ট উপজেলার নাওডাঙ্গা সার্বজনীন মাশ্বান মন্দিরের প্রতিমার বাম হাত ভাংচুর করে দুর্বৃত্তরা। এনিয়ে সুষ্ঠ তদন্ত করে মামলা নেয়ার জন্য থানায় অভিযোগ দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা কিন্তু ওই ঘটনার ১২ দিন অতিবাহীত হলে ও মামলা না নেয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়। পরে উপজেলা কাছারী মাঠ সংলগ্ন কেন্দ্রীয় মন্দির চত্বরে সমাবেশ হয়।
সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলার সভাপতি খিরোদ চন্দ বর্মন, সাধারন সম্পাদক সুনিল চন্দ্র রায়, নাগেশ্বরী উপজেলার সভাপতি গোপিনাথ রায়, সম্পাদক মধুসুদন সরকার, রাজারহাট উপজেলার সভাপতি রবিন্দ্রনাথ, কুড়িগ্রাম জেলার সভাপতি ছানালাল বকসি, সাধারন সম্পাদক অলক সরকার, বাসদ নেতা ফুলবর রহমান প্রমূখ।