আশুলিয়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন কোম্পানি। আশুলিয়া কুটরিয়ার দলপুর এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রতিষ্ঠানটি।
সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন কোম্পানির প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া পুুলিশ প্রশাসনের সহায়তায় কুটরিয়ার দলপুর এলাকায় প্রায় ১ হাজার মিটার গ্যাসের পাইপ মাঠির নিচে থেকে উত্তোলন করা হয় ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সংযোগ দিয়ে প্রায় ২শ বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলে দাবি তার। প্রায় ১ বছর ধরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নেয়ার মহোৎসব চলে আসছিল শিল্পাঞ্চল আশুলিয়ায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের খবরে গা-ঢাকা দিয়েছেন অবৈধ সংযোগের সঙ্গে জড়িত অসাধু ঠিকাদার, তিতাসের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।