অশ্বিনের ছ’উইকেটের দাপটে গল টেস্টের প্রথম দিনেই ভাল জায়গায় ছিল ভারত। আর বৃহস্পতিবার সেই ‘ভালো জায়গা’কে পাকাপোক্ত করে একেবারে চালকের আসনে বসে পড়ল টিম ইন্ডিয়া। সৌজন্যে ডাকাবুকো ব্যাটিং। যার সুবাদে লাঞ্চের মধ্যেই শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রান টপকে গিয়েছে ভারত।
বুধবারের ১২৮/২ থেকে খেলতে নেমে প্রথম থেকেই সাবলীল ক্রিকেট খেলছিলেন দুই ব্যাটসম্যান। বাউন্ডারি না পেলেও স্ট্রাইক রোটেট করতে কোনো সমস্যাই হয়নি শিখরদের। শ্রীলঙ্কার বোলারদের দেখে মনেই হচ্ছিল না এই পিচেই অশ্বিনের ঘুর্ণী আর ইশান্তের আগুনে পেসে নাজেহাল হতে হয়েছে সাঙ্গাকারা বাহিনীকে। খুব সহজেই নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি করে ফেললেন শিখর। এবং বিদেশের মাঠে পর পর দু’টি টেস্ট সেঞ্চুরি করে গাওস্কর, দ্রাবিড়ের সঙ্গে ঢুকে পড়লেন একই তালিকায়। শতরান করলেন বিরাটও। সফরের আগে তার ফর্ম নিয়ে চিন্তায় ছিল ক্রিকেটমহল। এ দিন কিন্তু দেখা গেল পুরনো বিরাটকেই। টানা ১২টি আন্তর্জাতিক ম্যাচের পর শতরান করলেন নতুন টেস্ট অধিনায়ক। কিন্তু সেঞ্চুরির পরই কৌশলের বলে আউট হন তিনি। রান পেলেন না রাহানেও। তবে অনড় রয়েছেন শিখর। তার ব্যাটে ভর করে একশোর লিড পেরিয়েছে ভারত।