রামোস সবচেয়ে কঠিন ডিফেন্ডার: নেইমার

রামোস সবচেয়ে কঠিন ডিফেন্ডার: নেইমার

মাদ্রিদ: ডিফেন্ডার হিসেবে সার্জিও রামোসকে মোকাবেলা করা সবচেয়ে কঠিন বলে মন্তব্য করেছেন নেইমার। ক্যারিয়ারে অনেক ডিফেন্ডারের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তাদের মধ্যে রামোসকে পরাস্ত করা সবচেয়ে কষ্টকর বলে স্বীকার করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।uyftg

রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাককে একজন ‘অসাধারন ডিফেন্ডার’ উল্লেখ করে বার্সেলোনার এই তারকা বলেছেন তার বিপক্ষে প্রতিটি ম্যাচই দারুন কঠিন ছিল। নেইমারের প্রশংসার তালিকায় অবশ্য ডিফেন্ডার হিসেবে কাতালান সতীর্থ জেভিয়ার মাসচেরানো এবং জেরার্ড পিকেও স্থান পেয়েছেন। এর সাথে রয়েছেন স্বদেশী থিয়াগো সিলভা। ফিফা টেলিভিশনে প্রচারিত প্রশ্ন-উত্তর সেশনে নেইমার বলেছেন, ‘এটা বলা খুবই কঠিন। কারন বিশ্বে অনেক ভালো মানের ডিফেন্ডাররা রয়েছেন। মাসচেরানো, পিকে, থিয়াগো সিলভার পাশাপাশি একজন অসাধারণ সেন্টার ব্যাক হিসেবে সার্জিও রামোসকেই আমি এগিয়ে রাখবো।’

ক্যারিয়ারের সেরা গোল প্রসঙ্গে বলতে গিয়ে সান্তোসের হয়ে ফ্ল্যামেনগোর বিপক্ষে অনেকটা একক প্রচেষ্টায় করা গোলটিকেই তিনি সেরা বলেছেন। এই গোলটির জন্য ২০১১ সালে তিনি ফিফা পুসকাস এ্যাওয়ার্ড লাভ করেছিলেন। ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা আরো বলেছেন অবসরে যাওয়া জিনেদিন জিদান এবং সাবেক দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিও ও রোনাল্ডোর সাথে খেলতে না পারার আক্ষেপ তার সবসময়ই থাকবে। তবে নিজের আইডল হিসেবে তিনি আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোর নাম উল্লেখ করেছেন। শুধুমাত্র সান্তোসে নয় ব্রাজিলের জাতীয় দলেও তার সাথে খেলার সৌভাগ্য হয়েছে নেইমারের। যদিও তখন বয়স অনেক কম ছিল। – সংবাদসংস্থা

খেলাধূলা