চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড একশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযানে বিদেশী পিস্তল ও ফেন্সিডিল সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। জানা গেছে, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় ভোলাহাট উপজেলার আদাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি আম বাগানের মধ্যে অভিযান চালিয়ে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি সহ উপজেলারই জিন্নানগর এলাকার মোঃ মুরসালিনের ছেলে মোঃ ইয়াকুব আলী (৩৫) কে হাতে নাতে আটক করে।
ঘটনার বিবরণে র্যাব জানায়, গ্রেফতারকৃত ইয়াকুব আলী দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত মর্মে গোয়েন্দা তথ্যর ভিত্ত্বিতে তাকে হাতেনাতে আটক করার জন্য চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাদা পোশাকের একটি দল বেশ কিছুদিন ধরেই তৎপর ছিল। এরই প্রেক্ষিতে ইয়াকুব আলী অবৈধ অস্ত্র বহন করে ঐ আম বাগানের মধ্যে অবস্থান করছে জানার পর তাকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাব এর অপারেশন দলটি দ্রুত ঘটনাস্থলে পৌছে সুকৌশলে তাকে ১ টি ৭.৬৫ মি. মি. বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। র্যাব-৫ এর উপ-পরিচালক বিকেলে জানান,এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে পৃথক আরেকটি অভিযানে চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা ফেন্সিডিল আটক করেছে। ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আবু জাফর বৃহস্পতিবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে আটটার দিকে ব্যাটালিয়নের শিংনগর সীমান্তফাঁড়ির একটি বিশেষ টহল দল হাবিলদার মো: মাসুদ এর নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ১৭১ হতে ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার চিল্লাইপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১৯৫ বোতল ফেন্সিডিল আটক ও জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য আটাত্তর হাজার টাকা। জব্দকৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলেও জানান তিনি।