মূলহোতারা ধরাছোঁয়ার বাহিরে, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আন্তঃজেলার ৩ চোর গ্রেফতার

মূলহোতারা ধরাছোঁয়ার বাহিরে, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আন্তঃজেলার ৩ চোর গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশ মোটর সাইকেল চুরি করে পালানোর সময় মোটর সাইকেল সহ আন্তঃজেলার ৩ চোর কে ১২ কিলৈামিটার সড়কে ধাওয়া করে গ্রেফতার করে । এ সময় ৬ পুলিশ আহত হয়েছে । মুলহোতরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে থানা ও স্থানীয় সূত্রে জানা drgfhযায়,উপজেলার নাজিরহাট পৌর এলাকার দৌলতপুর আমির খান বাড়ীর জনৈক আবু তৈয়বের বসত ঘরের গ্রীলের তালা কেটে গত বুধবার দিবা গত রাতে ২ লাখ ৫০ হাজার টাকা দামের এপাছি মোটরসাইকেল নিয়ে যাবার সময় থানার এস.আই.মোঃ শফিকুল ইসলাম বাবু,এস.আই মোঃসাদেকুল ইসলাম, এ.এস.আই মোঃ আবু কাউছার সঙ্গীয় ফোর্স রাত্রিকালীন টহল পুলিশের সন্দেহ হলে নাজিরহাট – মাইজ ভান্ডার সড়কে টহল পুলিশ চোরদের ধাওয়া করে । এ সময় দক্ষিন ফটিকছড়ির জাফত নগর ক্যাম্পের এ.এস.আই মোঃ মহসিন সংবাদ পেয়ে উত্তর দিকে অগ্রসর হলে আজাদী বাজারের পাশে ঈদগাহ নামক স্থানে পুলিশের ঘেরাও পরে মোটর সাইকেল সহ ৩ চোর পালিয়ে যাবার চেষ্টা করে । এ সময় চোরদের হাতে থাকা লোহা দিয়ে পুলিশকে আঘাত করলে থানার এস.আই.মোঃ শফিকুল ইসলাম বাবু,এস.আই মোঃসাদেকুল ইসলাম, এ.এস.আই মোঃ আবু কাউছার , এ.এস.আই মোঃ মহসিন সহ আরো দুই কনেষ্টবল আহত হয় ।

আহতদেরকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । আহতবস্থায় পুলিশ মোটরসাইকেল সহ নেত্রকোনা জেলার বারহাট্টা থানার তাকি ঘোনা বাজারের সাওতাল গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে নাজিম উদ্দীন(৩৫) ও রাঙ্গামাটি জেলার কাউখালী থানার নাইল্যাছড়ি দেলোয়ার লিডারের বাড়ীর মানিক মিয়ার ছেলে কাউছার (৩০) এবং রাউজান থানার পশ্চিম গহিরা অংকুরী ঘোনার মৃত সুমন্ত বড়–য়ার ছেলে লিটন বড়–য়া (৩০) কে গ্রেফতার করে । থানার ওসি মোহাম্মদ মফিজ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন যাবত মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে আরও দু’টি মোটর সাইকেল ফেলে চোরের দল পালিয়ে যায়।

চোরের দলকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মাঝে নাজিম উদ্দিন লহ্মীপুর, চট্টগ্রাম নগরীর হালিশহর এবং নেত্রকোনার তিনটি স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় থাকে। তাছাড়া গ্রেফতারকৃত লিটন বড়–য়ার নামে কাউখালি থানায় ৩(৪) ১৩ ইংরেজী ডাকাতি মামলা, রাউজান থানায় ২(১২)০৯ইং চুরির মামলা, ফটিকছড়ি থানায় ১৩(১১)১৩ইং চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় উক্ত চুরির ঘটনায় ১৯(৮) ১৫ইং মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ