আইপিএলকে হারিয়ে দেবে লাল-সবুজের বাংলাদেশ!

আইপিএলকে হারিয়ে দেবে লাল-সবুজের বাংলাদেশ!

টি-টোয়েন্টি ক্রিকেটে ফের মাতবে ঢাকা। রাজধানীতে উড়ে আসবে বিদেশী তারকা ক্রিকেটাররা। দেশের ক্রিকেটারদের সাথে তাল মিলিয়ে জমবে লড়াই বেশ। টাইগারভক্তদের fdrytজন্য শিগগিরই বসছে দম ফাটানো এ ক্রিকেট আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আসর নিয়ে সুখকর খবর দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, বিপিএলে দলের সংখ্যা ১০ এ উন্নীত করা হবে। এ যেন বিপিএলে সুবাতাস, অন্যদিকে আইপিএলকে হারিয়ে দেয়ার মত খবর।

দল কিনতে ব্যাপক সাড়া মিলেছে। এরই মধ্যে ৫-৬টি বড় বড় কোম্পানি বিসিবির সাথে কথা বলেছেন। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ডা. আইএইচ মল্লিক জানিয়েছে এ সম্পর্কে নানা দিক।

তিনি বলেন, আমরা এবারের বিপিএল আসরের জন্য সাতটির বেশি দল নিচ্ছি না। আইপিএলের চেয়ে বেশি সংখ্যাক দল অর্থাৎ ১০ দলের বিষয়টি পরবর্তী আসরে দেখা যাবে। চলতি বছরের নভেম্বরে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট আসরের (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ যাত্রায় সফল হওয়ার পথে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিপিএলে এর আগে সাতটি দল অংশ নিয়েছে। যখন ১০ টি নিয়ে এ আসর বসবে তখন গোটা বিশ্বে উদাহরণ সৃষ্টি করবে লাল-সবুজের বাংলাদেশ!

খেলাধূলা