চিনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪৪ , আহত চার শতাধিক মানুষ

চিনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪৪ , আহত চার শতাধিক মানুষ

চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজি শহরে বুধবার ভয়াবহ এক বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শতাধিক মানুষ।fire_sm1_222786518-300x168

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বন্দরনগরী তিয়ানজিনের এক ‘বিপজ্জনক ও রাসায়নিক’ দ্রব্যের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে।বুধবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে এখানে পর পর দুটি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা। এই বিস্ফোরণের ধাক্কা ছড়িয়ে পড়েছিল কয়েক কিলোমিটার দূরের এলাকাগুলোতেও।

সিনহুয়া’র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই বিস্ফোরণে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার শ’র বেশি মানুষ। এদের মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৬ জন দমকল কর্মী। আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে শহরের হাসপাতালগুলো। শক্তিশালী এই বিস্ফোরণে বেশ কিছু ভবনও ধসে পড়েছে।

প্রথম বিস্ফোরণটির শক্তি ছিল তিন টন টিএনটির সমপরিমাণ। কিন্তু তার পরেরটির শক্তি ছিল ২১ টন টিএনটির মতো। প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে যা বহু দুর থেকেও নজর কেড়েছিল। প্রথমে ভূমিকম্প হচ্ছে ভেবে বাইরে ছুটে গিয়েছিল ওই এলাকার আতঙ্কিত মানুষজন ।

বৃহস্পতিবার সকালেও ওই গুদামে আগুন জলতে দেখা গেছে। বিস্ফোরণের ফলে আশপাশের বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে তল্লাসি চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক