নিজের বিয়ের তারিখ নিয়ে সকল বিভ্রান্তি দূর করলেন আশরাফুল

নিজের বিয়ের তারিখ নিয়ে সকল বিভ্রান্তি দূর করলেন আশরাফুল

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থানীয় অপেশাদার ক্রিকেট খেলে মোহাম্মদ আশরাফুল টরন্টোতে এসেছিলেন কিছুদিন আগে। বাংলা টাউন ড্যানফোর্থে এসে প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তা vgjhগ্রহণ করেন। কথা বলেন প্রবাসী সাংবাদিক মোশাররফ হোসেনের সঙ্গে। জানালেন তার বিয়ের দিন-তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ঢাকার কিছু পত্রিকা।

আশরাফুলের সঙ্গে কথা বলেন প্রবাসী সাংবাদিক মোশাররফ। তাকে আশরাফুল জানান, ঢাকায় তিনি বিয়ের পিঁড়িতে বসছেন আগামী ১১ ডিসেম্বর ঢাকায় বিয়ের পরদিন (১২ ডিসেম্বর) মোহাম্মদ আশরাফুলের বৌভাত।

কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়েন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

বিভ্রান্তির কথা তুলে আশরাফুল বলেন ‘ঢাকার বিভিন্ন কাগজে যে খবর বেরিয়েছে তাতে তথ্যগত ভুল আছে। আমেরিকায় বসে বিয়ের কথাবার্তা চূড়ান্ত করেছি। বাগদান হয়নি এখনও। নিউজার্সির খেলা শেষ করে ঢাকা ফিরব আগস্টের শেষে।’

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশের ক্রিকেট তারকা আশরাফুলের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। পেশাদার ক্রিকেট লিগ (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে হেরে যাওয়ার বিনিময়ে ১২ হাজার ৮০০ ডলার ঘুষ গ্রহণের অভিযোগে আদালতে মামলা হয়। ঢাকা গ্ল্যাডিয়েটর্স অধিনায়ক হিসেবে আশরাফুলের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন বিভাগ তদন্ত করে রিপোর্ট দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ৫ বছরের জন্য আইসিসির আওতাভুক্ত সকল খেলা থেকে বহিষ্কার করে। পরে আদালতে শুনানি শেষে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছর করে। যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।

আশরাফুল তার কালো অধ্যায় থেকে বেরিয়ে ক্রিকেটে ফেরার জন্য এখন দেশের বাইরে ঘরোয়া ক্রিকেট খেলছেন। তাকে ফিরতে হলে নিয়মানুযায়ী কিছু পুনবার্সন প্রক্রিয়ার মাঝে যেতে হবে। তবে আশরাফুলের আশা-তিনি আবার জাতীয় দলে খেলতে পারবেন। সেজন্যই চর্চা চালিয়ে যাচ্ছেন।

খেলাধূলা