চেক জালিয়াতির মামলায় ভুল আদেশে বিচারককে সতর্ক করলেন হাইকোর্ট

চেক জালিয়াতির মামলায় ভুল আদেশে বিচারককে সতর্ক করলেন হাইকোর্ট

চেক জালিয়াতির মামলায় ভুল আদেশ দেয়ায় চট্টগ্রাম মহানগর তৃতীয় আদালতের দায়রা জজ জামউল হায়দারকে সতর্ক করলেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলায় আসামিকে দেয়া ৩০ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের সাজা বাতিল করে আদেশ দিয়েছেন আদালত।rfty

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ বিষয়ে দায়ের করা এক রিভিশন আবেদনের শুনানি করে এ আদেশ দেন।

বিচারক জামউল হয়দারের দেয়া সে আদেশেরে বিরুদ্ধে হাজী মো. শাহ আলম চৌধুরী বাদী হয়ে হাইকোর্টে রিভিশন আবেদনটি করেন। শাহ আলমের পক্ষে রিভিশন আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট আবেদ রাজা।

আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

জানতে চাইলে অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, ‘আমার মক্কেল হাজী মো. শাহ আলমকে একটি মামলায় ৩০ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের সাজা দেন চট্টগ্রাম মহানগর তৃতীয় আদালতের দায়রা জজ জামউল হায়দার। সে আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিভিশন আবেদন করলে শুনানি করে আজ আদালত চট্টগ্রাম মহানগর তৃতীয় আদালতের দায়রা জজ জামউল হায়দারকে সতর্ক করে দেন। একইসঙ্গে এ মামলায় আসামিকে দেয়া ৩০ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের সাজা বাতিল করে আদেশ দিয়েছেন আদালত।’

বাংলাদেশ