জেনে নিন ১৩ বলিউড তারকার শিক্ষাগত যোগ্যতা

জেনে নিন ১৩ বলিউড তারকার শিক্ষাগত যোগ্যতা

যদি ভেবে থাকেন আপনার প্রিয় বলিউড অভিনেতা ও অভিনেত্রীরা কেবল অভিনয়েই দক্ষ, পড়াশোনায় ততটা নয়- তাহলে ভুল করবেন। বলিউডের অনেক অভিনেতা ও অভিনেত্রী তো অন্যান্য পেশার অনেকের চাইতে অনেক বেশি শিক্ষিত। তবে শিক্ষায় উচ্চ ডিগ্রি নিলেও news_picture_22932_kajol-katrina-kareena-1-copy-205x120ক্যারিয়ার হিসেবে বলিউডকেই বেছে নিয়েছেন। জেনে নিন বলিউডের ১৩ তারকার পড়ালেখার খবর।

অমিতাভ বচ্চন: অভিনয় জগতে কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে আসা অমিতাভ বচ্চনের শিক্ষাজীবনও তেমনি আকর্ষণীয়। দিল্লি ইউনিভার্সিটি থেকে তিনি বিএ ডিগ্রি সম্পন্ন করেছে। এবং বর্তমানে তিনি ৪টি সাম্মানিক ডক্টরেট ডিগ্রির অধিকারী। তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে দে মন্টফোর্ট, লেস্টার, ঝাঁসি এবং কিউইউটি ব্রিসবেন ইউনিভার্সিটি।

বিদ্যা বালান: অভিনেত্রী বিদ্যা বালান সিনে পর্দায় যেমন তার অভিনয়ের প্রতিভা দেখিয়ে চলেছেন তেমনি পর্দার পেছনেও তিনি প্রতিভাবান। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি এবং মুম্বাই ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন বিদ্যা বালান।

কারিনা কাপুর: যারা কারিনা কাপুরকে শুধু একজন অভিনেত্রী হিসেবে ভেবে থাকেন, তারা শুনলে আশ্চর্য হবেন যে, তিনি খুবই উচ্চ শিক্ষিত একজন রমনী। মুম্বাইয়ের মিথিবাই কলেজ থেকে তিনি কমার্সে ২ বছর অধ্যায়ন করেছেন, যা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভাসির্টি থেকে মাইক্রোকম্পিউটার বিষয়ে একটি গ্রীষ্মকালীন কোর্সের অর্ন্তভুক্ত। এ ছাড়াও তিনি মুম্বাইয়ের গর্ভমেন্ট ল কলেজ থেকে আইন বিষয়ে এক বছরের ডিগ্রি নিয়েছেন।

সোনম কাপুর: বলিউডের অন্যতম সেরা ফ্যাশন আইকন হিসেবে পরিচিত অভিনেত্রী সোনম কাপুর কলেজ জীবন সম্পন্ন করেছেন সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়া থেকে। ইকোনোমি এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে।

জেনেলিয়া ডি সুজা: অভিনেত্রী জেনেলিয়া কেবল ভারতের রাজ্য পর্যায়ের একজন স্পিন্টার বা জাতীয় পর্যায়ের একজন ফুটবলারই নয়, এই অভিনেত্রী ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন সেন্ট অ্যান্ড্রুজ কলেজ থেকে। এতেও যদি অবাক না হোন, তাহলে শুনুন, তিনি তার প্রথম সিনেমার শুটিং করার সময়ই তার ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় ছিলেন।

জন আব্রাহাম: জন আব্রাহাম তার লুক এবং বডির জন্য বলিউডে খুবই জনপ্রিয়। কিন্তু তিনি যদি বলিউডে না আসতেন তাহলে নি:সন্দেহে কর্পোরেট প্রতিষ্ঠানে খুব উচ্চ পোস্টে সহজেই চাকুরীর অফার পেতেন। কেননা জন আব্রাহাম যে শুধু ইকোনোমিক্সে ব্যাচেলার সম্পন্ন করেছেন তা নয়, বরঞ্চ মুম্বাইয়ের এমইটি থেকে এমবিএ ডিগ্রিও সম্পন্ন করেছেন।

প্রীতি জিনতা: বলিউডের পর্দায় হতে পারে প্রীতি জিনতে খুবই আকর্ষণীয় কিন্তু তার চেয়ে বেশি আকর্ষণের বিষয় হচ্ছে, প্রীতি মাস্টার্স ডিগ্রি নিয়েছেন ক্রিমিনাল সাইকোলোজি বিষয়ে। অর্নাস সম্পন্ন করেছিলেন ইংরেজি বিষয়ে।

পরিনীতি চোপড়া: পরিনীতির পরিকল্পনা ছিল বলিউডে নাম কামাতে না পারলে ব্যাংকার হিসেবে প্রতিষ্ঠিত হবেন। বিজনেস, ফিন্যান্স এবং ইকোনোমি বিষয়ে তার তিনটি অনার্স ডিগ্রি রয়েছে ইংল্যান্ডের ম্যানচেষ্টার বিজনেস স্কুল থেকে।

লারা দত্ত: আত্মবিশ্বাস এবং স্মার্টনেসের কারণে ২০০০ সালে লারা দত্ত জিতেছিলেন বিশ্ব সুন্দরীর মুকুট। তাই ভক্তদের এটা খুব একটা অবাক হয়তো করবে না যে, লারা মুম্বাই ইউনিভার্সিটি থেকে ইকোনোমিক্স এবং কমিউনিকেশন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী। এই অভিনেত্রী ফ্রেঞ্চ, পাঞ্জাবি এবং কান্নারা ভাষায় কথা বলায় দক্ষ।

রণবীর সিং: বিশ্বাস করেন আর নাই করেন, এটা সত্য যে, রণবীর সিং মনে করতেন চাকুরী জীবন থেকে অভিনয় জীবনটা অনেক বেশি কঠিন। কমার্স এবং ইকোনোমিক্স বিষয়ে এইচ. আর. কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর রণবীর তার বিএ ডিগ্রি নিয়েছেন ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে। এবং কপিরাইটার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

মিনিশা লাম্বা: বলিউডের অভিনেত্রী হিসেবে সুযোগ পাওয়ার আগে, মিনিশা লাম্বা সাংবাদিক হতে ইচ্ছুক ছিলেন। সেজন্য সেরকমভাবেই তিনি পড়ালেখা চালিয়ে নিয়ে গেছেন। এই অভিনেত্রী দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ বিষয়ে ডিগ্রি নিয়েছিলেন।

সোহা আলী খান: নামের পদবী ‘খান’ হলেও, এই অভিনেত্রী অন্যান্য খানদের মতো বলিউডের নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। অবশ্য সাফল্যের ক্ষেত্রে তার পড়ালেখা ভিন্ন কথা বলে। কেননা তিনি অক্সফোর্ডের বলিওল কলেজে মর্ডান হেস্টোরি বিষয়ে অধ্যায়ন করেছেন। ইন্টারন্যাশনাল রিলেশন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে।

অ্যামিশা প্যাটেল: রেস টু সিনেমায় অপদার্থ সেক্রেটারীর ভূমিকা অ্যামিশা অভিনয় করলেও, বাস্তব জীবনে কিন্তু তিনি কোনো প্রতিষ্ঠানের আয় বাড়াতে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। কেননা এই অভিনেত্রী ম্যাসাচুসেটসের মেডফোর্ডের টাফ্টস ইউনিভার্সিটি থেকে ইকোনোমিক্সসে গোল্ড মেডেলধারী। এ ছাড়াও বোস্টন ইউনিভার্সিটি থেকে বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ে তার ডিগ্রি রয়েছে।

বিনোদন