এশিয়া কাপ ক্রিকেটের প্রচারণামূলক সমস্ত পোস্টার, ব্যানার, ফেস্টুনগুলো উপড়ে ফেলা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের মিরপুর অঞ্চলের একজন বজ্র অপসারণ কর্মকর্তার নির্দেশে ব্যানার, ফেস্টুনগুলো নামিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে জড়ো করা হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী।
অথচ এশিয়া কাপের প্রচারের অংশ হিসেবে শেরেবাংলা স্টেডিয়ামের পাশ্ববর্তী সড়কগুলোতে ব্যানার, ফেস্টুন লাগানোর সিদ্ধান্ত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। বিসিবি সিইও বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বলা হয়েছে ব্যানার, ফেস্টুনগুলো লাগানোর বিষয়টি নিশ্চিত করবে সিটি কর্পোরেশন। আমরা সেগুলো লাগিয়েছি। আর সিটি কর্পোরেশনের মিরপুরের কর্মকর্তারা তা ছিড়ে ফেলার নির্দেশ দিয়েছে। সমস্ত ব্যানার, ফেস্টুনগুলো এক জায়গায় স্তুপ করে রেখেছে তারা।’
বিসিবি থেকে জানায়, পর্যাপ্ত টিকিট না পাওয়ায় ক্ষোভ থেকে এই কাজটি করেছে সিটি কর্পোরেশনের মিরপুরের কর্মকর্তারা। তবে বিসিবির একজন কর্মকর্তারা বাংলানিউজকে জানান, টাকা দেওয়া হয়নি বলে ব্যানার, ফেস্টুনগুলো ছিড়ে ফেলেছে সিটি কর্পোরেশন।
আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট চলাকালে সিটি কর্পোরেশনের এই আচরণে বিব্রত বিসিবি কর্মকর্তারা। ভারপ্রাপ্ত সিইও বলেন, ‘যেখানে দেশের সম্মান জড়িয়ে আছে সেখানে এভাবে ব্যানার, ফেস্টুনগুলো না ছিড়লেও পারতো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল কি ভাববে?’
স্টেডিয়ামের পাশ্ববর্তী সড়কগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অজুহাতে সিটি কর্পোরেশন মিরপুর শাখা এই কাজটি করেছে। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।