লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল-থানি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সরকারের প্রধানমন্ত্রী থানি মঙ্গলবার রাতে টেলিভিশনে সরাসরি সাক্ষাতকার tjhurtgjদেয়ার সময় পদত্যাগের এ ঘোষণা দেন। টেলিভিশনে টক শো চলাকালে আল-থানি বলেন, আমার চলে যাওয়াই যদি সমাধান হয় তাহলে আমি এখানেই পদত্যাগের ঘোষণা দিচ্ছি। তিনি বলেন, আগামী রবিবার পার্লামেন্টে আমার পদত্যাগ পত্র জমা দেবো।
এদিকে মঙ্গলবার লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দলগুলো একটি ঐকমত্যের সরকার গঠনের লক্ষে জেনেভায় জাতিসংঘের সহযোগিতায় নতুন দফার শান্তি আলোচনা শুরু করেছে। এছাড়া শক্তিশালী ত্রিপোলি পার্লামেন্টের প্রতিনিধিরা গত মাসে বয়কটের পর এ আলোচনায় যোগ দিচ্ছে। গত বছর ইসলামি মিলিশিয়াদের একটি জোট রাজধানী দখল করে নেয়ার পর থেকেই আল-থানির স্বীকৃতিপ্রাপ্ত এ সরকার দেশের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী তোবরুক থেকে কাজ করছে। অপরদিকে পূর্বাঞ্চলের প্রধান নগরী বেনগাজিতে সরকারের পক্ষ-বিপক্ষ মিলিশিয়া বাহিনীর মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।

Featured আন্তর্জাতিক