সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য 564নীতিমালা গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার বলার স্বাধীনতা ও সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আজ বুধবার রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্যভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ডের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নে কাজ চলছে। খুব দ্রুত বাস্তবায়ন হবে। জঙ্গিবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। আর এর জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া মাদকের বিষয়েও সচেতনতা তৈরি করতে হবে। শুধু আইনি ব্যবস্থা নিয়ে মাদকের কুফল থেকে মানুষকে দূরে রাখা সম্ভব নয়, এর সঙ্গে সচেতনতা অত্যন্ত জরুরি। সচেতনা সৃষ্টি করতে না পারলে এর সুফল পাওয়া সম্ভব হবে না।

Featured বাংলাদেশ