নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৪৭

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৪৭

নাইজেরিয়ায় বোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫২ জন। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বর্নো’র সাবোন গারি শহরে হামলার ঘটনাটি ঘটে।dfsredgr
নাইজেরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সাবোন গারি শহরে হামলার সঙ্গে বোকো হারাম জড়িত থাকতে পারে বরে সন্দেহ করা হচ্ছে। যদিও বোকো হারামের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।
আফ্রিকার দেশগুলোর সমন্বয়ে গঠিত বহুজাতিক টাস্ক ফোর্স নাইজেরিয়ার বোর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ওই অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। কিন্তু এরই মধ্যে সেখানে আত্মঘাতী হামলায় আরও আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় জনগণ।
এদিকে সাবোন গারির একটি হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বোকো হারামের জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত বোর্নো রাজ্যে নাইজেরিয়ার সামরিক বাহিনীসহ আফ্রিকার পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনী স্থায়ীভাবে মোতায়েনের কথা থাকলেও তা এখনো করা হয়নি।

Featured আন্তর্জাতিক