ভারতকে ২৬০ রানে আটকাবো : নাসির হোসেন

ভারতকে ২৬০ রানে আটকাবো : নাসির হোসেন

পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে শেষপর্যন্ত হেরে যায় বাংলাদেশ দল। তামিম ইকবাল আউট হওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ে তোলেন নাসির হোসেন। ষষ্ঠ উইকেটে ৮৯ যোগ হতে উমর গুলের বলে বোল্ড আউট হন নাসির। তার উইকেট পতনের মধ্যদিয়ে বাংলাদেশ দলের পরাজয়ও নিশ্চিত হয়। মঙ্গলবার অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখিতে আরো অনেক কথাই বলেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

প্রশ্ন : সাবাই বলছে পাকিস্তানের বিপক্ষে আপনার উইকেটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনি কি তা মনে করেন?

নাসির হোসেন : ঠিকই বলছে, আসলে আমার উইকেটটা খেলার ‘টার্নিং পয়েন্ট’ ছিল। আমি সেট ছিলাম। ওই সময় আউট হওয়া উচিৎ হয়নি। দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে গেছি। পরে আর পেছনের দিকের ব্যাটসম্যানরা সাপোর্ট দিতে পারেনি।

প্রশ্ন : বলটা কি বেশি ভালো ছিল, না ফুটওয়ার্কে সমস্যা হয়েছে?

নাসির হোসেন : আমার মনে হয়েছে, আমি ঢিলেঢালা ভাবে খেলছিলাম। আরেকটু সতর্ক থাকলে ভালো হত। মনযোগ থাকলে যে কোনো বলে ব্যাট নেওয়া যায়।

প্রশ্ন : বাংলাদেশ দল জয়ের খুব কাছে গিয়ে হেরে যাচ্ছে। উত্তরণের উপায় খুঁজছেন আপনারা?

নাসির হোসেন : আসলে এই জায়গাটা আমাদের অনেকখানি উন্নতি করার আছে। আমরা চেষ্টা করছি ওই জায়গাটায় উন্নতি করার জন্য। আমরা কাছে গিয়ে হেরে গেছি। চেষ্টা করবো ভবিষ্যতে যাতে আর না হয়।

প্রশ্ন : আপনি আউট হওয়ার পরও কি মনে হয়েছে ম্যাচটা জিততে পারেন?

নাসির হোসেন : আমাদের বিশ্বাস ছিল আমরা করতে পারবো। কিন্তু শেষদিকে তিনটা উইকেট তড়াতাড়ি পড়ে যাওয়াতে আর হয় নাই। পরে একজন সেট হতে পারলেও জেতা সম্ভব হত।

প্রশ্ন : বিপিএলেও দেখা গেছে আপনি শেষপর্যন্ত গিয়ে ম্যাচ শেষ করে আসতে পাননি। এমন কেন হচ্ছে?

নাসির হোসেন : আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। শেষপর্যন্ত যাই ঠিকই কিন্তু শেষ করে আসতে পারি না। এটা একটা খারাপ দিক। আমি চেষ্টা করবো পরবর্তীতে এই জিনিসটা যাতে না হয়।

প্রশ্ন : কোচ কি আপনাকে নিয়ে এ বিষয়ে আলাদা কোনো কাজ করছে?

নাসির হোসেন : না। কোচ আমাকে নিয়ে সে ভাবে কাজ করেনি। আমার মনে হয় আমাকে আরেকটু সচেতন হতে হবে। মাঠে আরো বেশি মনোযোগ রাখতে পারলে ঠিক হয়ে যাবে।

প্রশ্ন : ভারতকে নিয়ে কি ভাবছেন?

নাসির হোসেন : ইনশাল্লাহ, আত্মবিশ্বাস আছে আমারা ভারতের সঙ্গে ভালো কিছু করবো। পাকিস্তানের বিপক্ষে লড়াই হয়েছে। বেশ কয়েকজন রান পেয়েছে। আমার বিশ্বাস ভারতের বিপক্ষে সেটা কাজে দেবে।

প্রশ্ন : ভারতের ব্যাটিং লাইন তো অনেক লম্বা। কত রানের মধ্যে তাদেরকে আটকে রাখা সম্ভব?

নাসির হোসেন : আমরা চিন্তাভাবনা করবো তাদেরকে ২৬০/২৭০ এর মধ্যে আটকে রাখতে। তাহলে আমাদের জন্য ভালো হবে। তাদের বোলিংয়ের বিপক্ষে ওই রান চেজ করা সম্ভব।

প্রশ্ন : সচিন টেন্ডুলকার যেখানে শতকের শতক করতে মুখিয়ে আছেন সেখানে ভারতকে ২৭০ রানে আটকে দেওয়া সম্ভব?

নাসির হোসেন : ভালো বল তো সবার জন্যই ভালো। টেন্ডুলকার হোক আর যেই হোক। উইকেট নেওয়ার জন্য একটা ভালো বলই যথেষ্ট।

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

খেলাধূলা