প্রথম সাফ অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশীপ ফুটবলের ড্র অনুষ্ঠানে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক নেপাল ও ভূটান। আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত নেপালের রাজধানী কাঠমন্ডুতে অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টটি। এর আগে গতকাল সোমবার মালদ্বীপের এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ড্র’তে বি’ গ্রুপ ভুক্ত হয়েছেন ভারত, মালদ্বীপ ও আফগানিস্তান। ড্র অনুষ্ঠানে স্বাগতিক নেপাল, ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ এক নম্বর বোলে পড়ে। সর্বশেষ এএফসি অনুর্ধ-১৯ এর র্যাংকিংয়ের ভিত্তিতে ভুটান ও আফগানিস্তান পায় ২নম্বর বোল। কারণ এএফসি র্যাংকিংয়ের শীর্ষে ছিল বাংলাদেশ। এরপরের স্থানে ছিল যথাক্রমে ভারত, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান ও ভূটান।
ড্র’র মাধ্যমে গড়া ফিকশ্চার অনুয়ায়ী আগামী ২০ আগস্ট উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের মোকাবেলা করবে ভূটান। পরের দিন মালদ্বীপ লড়বে আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায়। টুর্ণামেন্টে অংশগ্রহন থেকে বিরত রয়েছে শ্রীলংকা ও পাকিস্তান।