দলে জায়গা পেতে কঠিন যুদ্ধে দুই টাইগার

দলে জায়গা পেতে কঠিন যুদ্ধে দুই টাইগার

দলে জায়গা পেতে কঠিন লড়াইয়ের মুখোমুখি অবস্থান করছে পেসার আল-আমিন এবং রবিউল ইসলাম। শেষ পর্যন্ত তারা দলে জায়গা করে নিতে পারবে? এমন প্রশ্নে উত্তর দেয়াটা খুবই কঠিন।fd

আল-আমিন এবং রবিউল ইসলামকে দলে জায়গা করতে হলে সরাতে হবে মুস্তাফিজ, মাশরাফি, রুবেল, তাসকিন-এই চার পেসারকে। কিন্তু এই মুহূর্তে এটা অসম্ভব?

এই কথা খোদ আল-আমিন এবং রবিউল ইসলামও ভালো করে জানেন। তবুও আশা ছাড়ছেন না তারা। অসম্ভবকে সম্ভব করার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

মাশরাফির নেতৃত্বে বাকী তিন পেসারকে হঠানো কতটা কঠিন তা পরিসংখ্যানই বলে দিবে। যে বাংলাদেশ এক সময় স্পিনের ওপর ভরসা করত, সেই বাংলাদেশ এখন পুরোপুরি পেস নির্ভর দল। পেসাররা এই বছর স্পিনারদের চেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১৫ ম্যাচে মাশরাফিদের ঝুলিতে গেছে ৬৭টি উইকেট। অন্যদিকে স্পিনাররা নিতে পেরেছেন ৪১টি!

আল-আমিন, রবিউলের জন্য টেস্টের একটা সম্ভাবনা থাকলেও, তা নিয়ে স্বস্তিতে থাকতে পারছেন না দুই পেসার। শোনা যাচ্ছে, তাসকিনকে যে কোনো সময় খেলানো হতে পারে।

ওদিকে আবার শাহাদাত হোসেন রাজীবের নাকি সুবুদ্ধির উদয় হয়েছে। কঠোর পরিশ্রম করছেন দলে ফিরতে।

এদিকে অন্যদের এখন ছুটি থাকলেও আল-আমিন, রবিউল, শাহাদাত দলে জায়গা পেতে নিয়ম করেই অনুশীলন করছেন। মিরপুরের ইনডোরে উঁকি মারলেই, তাদের চোখে পড়ে।

বাংলাদেশের এই পেস আক্রমণ আরো বেশ কয়েক বছর প্রভাব ধরে রাখবে বলেই মনে হয়। কারো বড় কোনো বিপদ না ঘটলে, যে চার জন (তাসকিন, রুবেল, মাশরাফি, মুস্তাফিজ) এখন ওয়ানডের নেতৃত্বে আছেন তারাই থাকবেন।

এদিকে বিষয়টি নতুনদের জন্য প্রেরণার হলেও আল-আমিন, রবিউলের জন্য ‘কঠিন বাস্তব’। জাতীয় দলে ঢুকতে লড়াই করার মানসিকতা তারা কত দিন ধরে রাখতে পারবেন, সেটাই দেখার বিষয়। ‘অপেক্ষা’ তাদের আকাঙ্ক্ষার ওপর মরচে না ফেলে!

খেলাধূলা