১০ ট্যানারি মালিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১০ ট্যানারি মালিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশ পালন না করায় ১০ ট্যানারি মালিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা ftghbfgহবে না তাও জানতে চেয়েছেন রুলে। আগামী দুই সপ্তাহের মধ্যে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহাম্মদ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অপর দিকে শিল্প মন্ত্রনালয়ের সচিবের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রইস উদ্দিন আহাম্মেদ।

২০০১ সালে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য হাজারীবাগের ট্যানারি গুলো অপসারনের নির্দেশ দেন আদালত। কিন্তু হাইকোর্টের ওই আদেশ পালন করেন নি ট্যানারি মালিকরা। তাই আদালত অবমাননার অভিযোগে ট্যানারি মালিকদের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত।

বাংলাদেশ