পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে গত সোমবার জোড়া বোমা হামলায় প্রায় ৫৮ জন নিহত হয়। আহত হয় আরো শতাধিক। বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার রাতে রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বের দিয়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী দুটি স্থানে এসব হামলা চালানো হয়।
হামলার ধরনগুলোর সঙ্গে আইএসের চালানো আগের হামলাগুলোর মিল আছে। বেসামরিক লোকজনের উপর হামলার জন্য আইএস সাধারণত বাজার এলাকাকেই বেছে নেয়, আর নিরাপত্তা বাহিনীর উপর হামলার জন্য সামরিক তল্লাশি চৌকি।
চলতি বছরের জানুয়ারিতে ইরাকি কর্মকর্তারা দিয়ালাকে আইএসমুক্ত বলে ঘোষণা করেছিলেন। ইরানের সীমান্তবর্তী প্রদেশটি নিরাপত্তাবাহিনীকে সহযোগিতা করেছিল স্থানীয় শিয়া যোদ্ধারা।
আইএসমুক্ত বলে ঘোষণা দিলেও জিহাদিরা ভেতরে ভেতরে সংঘবদ্ধ ও সক্রিয় ছিল। যার প্রমাণ পাওয়া গেল সোমবারের হামলায়।
প্রাদেশিক রাজধানী বাকুবা থেকে মাত্র চার কিলোমিটার দূরে হুয়াইদারে একটি মার্কেটে বোমা হামলা করে আইএস। পুলিশ জানিয়েছে, এতে অন্তত ৫১ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।
বাকুবার পূর্বাঞ্চলে অপর এক বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছে আরো ২৫ জন।
মাত্র ১ মাস আগে দিয়ালার খান বানি সাদ এলাকার একটি বাজারে রমজান শেষে ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনের উপর চালানো আইএসের গাড়িবোমা হামলায় ১১৫ জন নিহত হয়েছিলেন।