সিরাজগঞ্জের চলনবিলে পানিতে ডুবে দ্ইু শিশু সন্তানসহ বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাড়াশ থানা পুলিশ আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করেছে।
এদিকে নিহতদের পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, গতকাল সোমবার দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদৌ-সৈয়দপুর গ্রামের আলতাফ হোসেন (৩৫) তার দুই শিশু সন্তান নাফিউল ইসলাম (৭) ও তানিয়া খাতুনকে (৮) নিয়ে চলনবিলে মাছ ধরতে যান। বিকেল পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পায়নি। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বিল থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলতাফ হোসেন স্থানীয় করিমগাড়ী কওমী মাদ্রাসার মৌলভী শিক্ষক ছিলেন।
অন্যদিকে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিলের যে স্থানে পানির গভীরতা বেশি সেই স্থান পার হওয়ার জন্য দুই সন্তানকে কাঁধে নিয়েছিলেন আলতাফ হোসেন। কিন্তু গভীর খাদ হওয়ায় তিনি ডুবে গেলে সন্তানরাও তাকে আকড়ে ধরে। বাবাকে জড়িয়ে ধরে আছে-এমন অবস্থাতেই দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান খান জানান, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য দেয়া হবে।