২০২০ সালের মধ্যেই ভারত দখলের ছক আইএসের!

২০২০ সালের মধ্যেই ভারত দখলের ছক আইএসের!

আর শুধু ইরাক ও সিরিয়া নয়৷ ২০২০ সালের মধ্যেই বিশ্বের একাধিক দেশ দখলের ছক কষতে শুরু করেছে জঙ্গিগোষ্ঠী আইএস৷ সেই লক্ষ্যে একটি মানচিত্রও প্রকাশ করেছে তারা৷ আর তাদের সেই মানচিত্রে জায়গা করে নিয়েছে ভারতীয় উপমহাদেশও৷ মানচিত্র অনুযায়ী,timthumb.php মধ্য প্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরোপের কিছু অংশ দখলের পরিকল্পনা করেছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া৷ পশ্চিমে স্পেন থেকে পূর্বে চিন পর্যন্ত শরিয়ত আইন বলবৎ করার লক্ষ্য নিয়েছে আইএস৷পাঁচ বছরে মধ্যেই এই বিরাট এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে এখন এগিয়ে চলিয়েছে তারা৷ বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু হসকেনের লেখা ‘এম্পায়ার অফ ফিয়ার’এ এই ম্যাপের কথা উল্লেখ করা হয়েছে৷ হসকেন বলেন, ‘১৯৯৬ সালে প্রতিষ্ঠার সময়ে ৭টি পদক্ষেপের কথা বলেছিল ওঝওঝ নেতৃত্ব৷ তখনই ২০২০ সালের মধ্যে দুনিয়া দখল করার লক্ষ্য রেখেছিল তারা৷’
মানচিত্র অনুযায়ী, ভবিষ্যতে আইএস অধিকৃত স্পেনের এলাকার নাম হবে আনদালুস৷ পর্তুগাল ও ফ্রান্সের নাম বদল হবে মুরস৷ ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ এলাকা আসবে ‘খুরাসান’র মধ্যে৷ বর্তমানে জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্য সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে৷ সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অংশে তৈলখনি ও গ্যাসের উৎসস্থল দখলের ফলে কয়েকশো কোটি টাকার সম্পত্তির অধিকারীও তারা।
সূত্র: কলকাতা২৪।

আন্তর্জাতিক