আইসিসি’কে মুছে ফেলার হুমকি দিলেন ললিত মোদী

আইসিসি’কে মুছে ফেলার হুমকি দিলেন ললিত মোদী

ফের বিষ্ফোরক আইপিএল থেকে বিতাড়িত ললিত মোদী। ভারতীয় ক্রিকেট বোর্ড তিনি আজীবন নির্বাসিত৷ তা সত্ত্বেও বোমা ফাটিয়ে চলেছিলেন তিনি৷ এবার ক্রিকেট থেকে dffdgআইসিসি-র ছায়া সরিয়ে ফেলার পরিকল্পনা নিয়ে হাজির মোদী৷ অলিম্পিককে মাথায় রেখে ক্রিকেটের জন্য নতুন এক বিশ্ব সংস্থা গঠনের পরিকল্পনা করেছেন আইপিএল ওয়ানের চেয়ারম্যান৷
আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের ঝড় আনার ইঙ্গিত দিলেন তিনি৷ তিনি বলেন, আইসিসিকে ছুড়ে ফেলার সময়ও নাকি এসে গেছে৷ আইপিএল বিরোধী এসেল গ্রুপ নতুন এক ক্রিকেট বিশ্বের জন্ম দিতে চলেছে বলে খবর ছিল৷ সেই লক্ষ্যে মোদিকে নিজেদের পাশে চাইছে কোম্পানিটি৷ সোমবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) কাছে তিনি জানালেন, আইসিসি-র বিকল্প এক বিশ্ব ক্রিকেট সংস্থা বানানোর পরিকল্পনা করছেন মোদী৷ বেশ কয়েক বছর ধরেই এ নিয়ে কাজ করছেন৷
মোদীর কথায়, ‘আমরা সম্পূর্ণ আলাদা এক ক্রিকেটের চিন্তা করছি। ইতিমধ্যে পরিকল্পনার নকশাও তৈরি হয়ে গিয়েছে। বিস্তারিত এই পরিকল্পনার প্রতিটি অংশে আমার ছাপ দেখতে পাবেন। বছরের পর বছর ধরে এটা নিয়ে কাজ করছি।’ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যেভাবে ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে, তা থেকে মুক্তি পেতে তার এই উদ্যোগ সাহায্য করবে বলে দাবি তাঁর। তিনি বলেন, ‘আমরা চাইলেই বর্তমান ব্যবস্থার অবসান ঘটাতে পারি৷ তার জন্য কোটি কোটি ডলার খরচ হবে৷ তবে সেটা জোগাড় করতে সমস্যা হবে না৷’ মোদীর হুমকিতে এবার আইসিসি নড়েচড়ে বসে কি না, সেটাই দেখার৷

খেলাধূলা