আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আজ মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপ শুরু করছে বাংলাদেশ। ইতোমধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৫-০ গোলে হেরে পিছিয়ে পড়েছে লংকানরা। ফলে আজকের ম্যাচটি হবে তাদের টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। হারলেই jlkটুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে লংকানদের। আর যদি জয় পায় তাহলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৩ আগস্টের ম্যাচের ফলাফলে ওপর নির্ভর করবে দলটির ভবিষ্যৎ। এদিকে জয় পেলেই সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক বাংলাদেশের।
সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লংকান কোচ সুজুকি চিকাশি বলেন, ভারতের বিপক্ষে হারের জন্য আমাদের রক্ষণভাগের দুর্বলতাই দায়ী। বাংলাদেশও শক্তিশালী দল। তবে আমাদের জয়ের বিকল্প নেই। আমরা জয়ের জন্যই খেলবো।
টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ২০ দিন ধরে প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কোচ সৈয়দ গোলাম জিলানী। তিনি বলেন, আশা করি দল ভালো করবে। ভালো ফল নিয়েই মাঠ ছাড়বো। আমি সব সময় চেষ্টা করি প্রথমে নিচে থেকে খেলা শুরুর। আমরা যখন বল পাবো মাঠটাকে বড় করে খেলবো। এটা আমার মূল্য লক্ষ্য। ওরা রক্ষণাত্মক খেলবে। আপনারা দেখেছেন প্রথম ম্যাচের দীর্ঘ সময় তারা সেরকম খেলেছে। সেকারণে আমাদের লক্ষ্য থাকবে মাঠ বড় করে খেলার। আশা করি কোন অঘটন ঘটবে না। ভাল কিছু করবো।

খেলাধূলা