অস্ট্রেলিয়া দলে কোনো বিভেদ নেই: ক্লার্ক

অস্ট্রেলিয়া দলে কোনো বিভেদ নেই: ক্লার্ক

অ্যাশেজ ব্যর্থতার পর গুঞ্জণ উঠেছিল অস্ট্রেলিয়া টিমেও চলছে বিভেদ। যার কারণে স্বাভাবিক খেলা খেলতে পারছে না অজিরা। তবে এসব গুঞ্জণ উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক নিজেই।jkp
ক্লার্ককে উদাহরণ হিসেবে টেনে সোমবার ব্রিসবেনের কুরিয়ার-মেইল পত্রিকার একটি প্রতিবেদনে দলের বিভেদের কথা উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ক্লার্ক আলাদা বাহনে যাতায়াত করেছেন এবং বাকি খেলোয়াড়দের সঙ্গে মেলামেশা করতে চাননি। দুজন সিনিয়র খেলোয়াড়ের স্ত্রীর মধ্যে কলহ দলকে অস্থিতিশীল করে তোলে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। বলা হয়, ব্র্যাড হ্যাডিনকে বাদ দেওয়ার বিষয়টিও অস্থিতিশীলতার অন্যতম কারণ।
ক্লার্ক এই প্রতিবেদনে উল্লেখ করা বিষয়গুলোকে বাজে বলে উড়িয়ে দেন। ‘আমি নিশ্চয়তা দিতে পারি, এই দলের মধ্যে মানসিক অবস্থা অসাধারণ’।
অস্ট্রেলিয়ার রেডিও ট্রিপল এমের সঙ্গে কথা বলার সময় ক্লার্ক জানান, দলে কোনো অমিল নেই। অন্য যে কোনো অস্ট্রেলিয়া দলের মতোই বর্তমান এই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধনটা বেশ দৃঢ়।
স্ত্রী বা বান্ধবীদের উপস্থিতিতে খেলোয়াড়দের মনোযোগে বিচ্যুতি ঘটার বিষয়টিও উড়িয়ে দেন ক্লার্ক, ‘এটা সম্পূর্ণ বাজে কথা’।
ক্লার্ক জানান, অসুস্থ মেয়ের পাশে থাকার জন্য প্রথম টেস্ট খেলতে পারেননি হ্যাডিন। এরপর দ্বিতীয় টেস্টে তাকে ক্রিকেটীয় কারণেই বাদ দেয়া হয় বলে জানান ক্লার্ক।

খেলাধূলা