স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সহস্্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা শুধুমাত্র দারিদ্র্য বিমোচনই নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়াবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো ও তাদের অর্থনৈতিক মুক্তির কথা ভাবতেন বঙ্গবন্ধু।
তিনি গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটেরিয়াম শহীদ সফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখা আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।
অর্থনৈতিক মুক্তির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনায় গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন- এ কথা উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র লক্ষ্যমাত্রা অর্জনই নয়, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস, শিক্ষাসহ সকল ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জন অনেক। এ সকল অর্জনকে ধরে রাখতে সকল উন্নয়নকে টেকসই রূপ দিতে হবে।
শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধু বাঙালীকে দিয়েছেন আত্ম-পরিচয়। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে এ আদর্শকে ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্র্রজন্মের মাঝে। সকল মেহনতী মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য।
দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি ।
সুপ্রিম কোর্ট আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ্আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, এটর্নি জেনারেল মাহবুবে আলম, সানজিদা খাতুন এমপি, অ্যাডভোকেট এম মাহবুব আলম এমপি, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট স. ম. রেজাউল করিমসহ অনেকে বক্তৃতা করেন।