স্পোর্টস আপডেট ডেস্ক : দিণ-ক্ষণ সবঠিক। সামনে রয়েছে কয়েকটি মাস। বলতে বলতেই চলে যায় সময়। সে বিষয়টি মাথায় রেখে আগাচ্ছে প্রত্যেকটি ক্রিকেট খেলুড়ে দেশ।
২০১৬ সালে ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই আসর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কপালে চিন্তার ভাঁজ। একটি কারণে পাকিস্তানকে নিয়ে হঠাৎ মহাবিপাকে পড়ল ভারত!
পাকিস্তান ইস্যুতেই এই চিন্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের। শিবসেনারা যেন পাকিস্তানের জন্য আতঙ্ক। এর আগেও পাকিস্তান ভারতের মাটিতে হকি ও কাবাডি খেলতে পারবে না বলে ঘোষণা দেয় তারা। ক্রিকেট ইস্যুতেই এল সেই আতঙ্ক।
জানা গেছে, বিসিসিআই সেক্রেটারি আনুরাগ ঠাকুর মাহারাষ্ট্র সরকারের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। তারা জানিয়েছে রাজ্যের আইন -শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পাকিস্তানের খেলা অন্য কোনও ভেন্যুতে হোক।
ভারতের মুম্বাই, নাগপুর, কলকাতা, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মোহালিতে অনুষ্ঠিত হবে এসব ম্যাচ। এ ইস্যুতে দুঃচিন্তা থেকেই যাচ্ছে দুইদেশের ক্রিকেট বোর্ডের।