এই শহর শুধুই যমজদের

এই শহর শুধুই যমজদের

যত কাণ্ড মার্কিন মুলুকে! কয়েক হাজার মানুষের জমায়েত। সকলেই একই রকম দেখতে। সকলেই যমজ। আট থেকে আশি – যমজের ভিড়। হবহু এক দেখতে মানুষগুলিকে দেখলে চেনা fhdfhদায়। হ্যাঁ, এটাই উৎসব। দেশ-বিদেশের তামাম যমজ ভাই-বোনেদের মধুর জমায়েত। হুল্লোড়। চলছে ৪০ বছর ধরে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়োর টুইন্সবার্গ শহর মেতেছে ৪০তম Twins Days উৎসবে। ১৯৭৬ সালে শুরু হয়েছিল এই ফেস্টিভ্যাল। অস্ট্রেলিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যত যমজ, জড়ো হন এই ফেস্টিভ্যালে। মজার পোশাক আর দেদার আনন্দে মাতেন এই যমজ মানুষেরা।

কারও সদ্যোজাত যমজ, কারও বয়স আশি পেরিয়ে গিয়েছে, যুবক-যুবতী, প্রৌঢ়, কোনো পরিবার তিন পুরুষ ধরে যমজ -সব মিলিয়ে অভূতপূর্ব একটি উৎসব।- ওয়েবসাইট

আন্তর্জাতিক