পেঁয়াজের দাম আরো বাড়বে

পেঁয়াজের দাম আরো বাড়বে

আরো বাড়বে পেঁয়াজের দাম, এমন মত বাজার বিশ্লেষকদের৷ এখন কলকাতার বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা।thdfhfh
দাম বেড়ে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সে হিসাবে বাংলাদেশে পেঁয়াজের দাম ১০০ টাকা হতে পারে। কারণ ভারতের পেঁয়াজের ওপর ভরসা বাংলাদেশের। আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ আবাদ হয় তাতে সংকুলান হয় না।
বাংলাদেশে পেঁয়াজের বর্তমান বাজারমূল্য ৬০-৬৫ টাকা। সামনে কোরবানির ঈদ। ঈদের আগেই পেঁয়াজের দাম কয়েক দফা বাড়তে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, কোরবানির ঈদে পেঁয়াজের চাহিদা থাকে বেশি। মাংসের সাথে পেঁয়াজ খুবই দরকারী। ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়লে এর প্রভাব বাংলাদেশে পড়ে।।
এদিকে ভারতের মানিকতলা বাজার কমিটির সম্পাদক প্রভাত দাস সেখানকার একটি গণমাধ্যমকে বলেন, নাসিক থেকে পর্যাপ্ত পেঁয়াজ রাজ্যে আমদানি না হওয়ার কারণেই পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ মূলত অন্যান্য রাজ্যের নাসিকের পেঁয়াজ বেশি দাম পাওয়ার ফলেই এ রাজ্যে আমদানি কম হচ্ছে বলে মনে করা হচ্ছে৷

অর্থ বাণিজ্য