প্রতিবছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধ্যাপক আবদুল মজিদ কলেজে ৪০ জন জিপিএ ৫ পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ কলেজ থেকে ৬৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৯.১৯%।
বিজ্ঞান বিভাগে জি.পি.এ ৫ পেয়েছে ৩৭ জন ও মানবিক বিভাগে তিনজন। বিজ্ঞান বিভাগে ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩০ জন উত্তীর্ণ হয়েছে। মানবিক ২০২ জনের মধ্যে উত্তীর্ণ ১৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ২৪০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯৭ জন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফেরদৌস আহমদ চৌধুরী বলেন, আমাদের কলেজে সার্বিক ফলাফল খুবই ভালো। তবে জিপিএ ৫ আশানুরূপ হয় নাই। উল্লেখ্য, পপি লাইব্রেরির স্বত্বাধিকারী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ এ কলেজটি নিজস্ব অর্থায়নে ১৯৯৫ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে প্রতিষ্ঠা করেন। দেশের সেরা কলেজ হিসেবে ইতোমধ্যে এ কলেজটি দেশে ও বিদেশে পরিচিতি লাভ করেছে।