রোববার নরওয়ের ওসলোতে ভ্যালেরেঙ্গার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলল রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ৷ কিন্তু ওসলোতে রিয়ালের পাওনা গোলশূন্য ড্র৷
এদিন চোটের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জিমা খেলেননি৷ রিয়াল অ্যাটাকের এই দুই স্তম্ভ গত সপ্তাহে মিউনিখে অডি কাপেও খেলতে পারেননি৷ আর দু’সপ্তাহ পরেই স্পোর্টিংয়ের বিরুদ্ধে লা লিগার অভিযান শুরু করবে বেনিতেজের স্কোয়াড৷ কিন্তু দল এখনও সেভাবে তৈরি হয়নি তা স্পষ্ট বোঝা গেল পারফরম্যান্স দেখেই৷ রোনাল্ডো-বেঞ্জিমাহীন রিয়ালকে একা গ্যারেথ বেলের কাঁধে টেনে নিয়ে যাওয়া সম্ভব না৷ রডরিগেজ, চেরিশেভ ও জেসে খেললেও বেলের পক্ষে রিয়ালকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না৷ এদিন বেল তার পায়ের ঝলক দেখালেও কাজের কাজটি করতে পারলেন না৷ নিজের ঘরের মাঠে এদিন মার্টিন ওডেগার্ড দারুণ খেললেন৷
ম্যাচের পর হতাশ বেনিতেজ বললেন,‘ আমাদের টিম পজিটিভ খেলেছে৷ আক্রমণ ভাগের খেলোয়াড়দের অভাব বোধ করেছি৷ সেজন্য গোলের মুখ খোলেনি৷ আমাদের আরও অনেক উন্নতি করতে হবে৷’- সংবাদসংস্থা