২০১৪ সালের ৯ সেপ্টেম্বর আইফোন ৬ ও ৬ প্লাস উন্মুক্ত করে অ্যাপল। এ বছরের একই দিনে আবার নতুন আইফোন উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল এই সেপ্টেম্বর মাসের ৯ তারিখে নতুন প্রজন্মের আইফোন উন্মুক্ত করতে পারে। নতুন আইফোনে ফিচার হিসেবে ফোর্স টাচ ডিসপ্লে, উন্নত ক্যামেরা ও দ্রুতগতির প্রসেসর সুবিধা আসতে পারে। এক খবরে জানিয়েছে সিএনএন।
নতুন আইফোনের পাশাপাশি আইপ্যাডের নতুন একটি সংস্করণও আনতে পারে অ্যাপল। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজফিড নিউজের ব্যবস্থাপনা সম্পাদক জন প্যাকোওয়াস্কি এক প্রতিবেদনে জানিয়েছেন, প্রো মডেলের আইপ্যাডটি হবে ১২ দশমিক নয় ইঞ্চি মাপের।
অবশ্য, নতুন আইফোন ও আইপ্যাড প্রসঙ্গে অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত বছরের ৯ সেপ্টেম্বর আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস উন্মুক্ত করেছিল অ্যাপল। এ ছাড়াও এর আগের তিন বছরে সেপ্টেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত ফোনের ঘোষণা এসেছে অ্যাপলের কাছ থেকে।
অ্যাপলের নতুন মডেল বাজারে এলে তা মুনাফা বাড়তে সাহায্য করবে কি না সে বিষয়টি পর্যবেক্ষণ করতে অপেক্ষায় আছেন বাজার-বিশ্লেষকেরা। সম্প্রতি অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যে পরিমাণ আইফোন বিক্রির আশা করেছিল বিক্রি তার চেয়ে কম হয়েছে।
অ্যাপলের সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের বাজার। বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজারে বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল। অথচ গত কয়েক বছর ধরেই চীনের বাজারটি অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার হিসেবে ধরা হচ্ছিল। বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল যত স্মার্টফোন বিক্রি করেছে তার ২৫ শতাংশই বিক্রি হয়েছে চীনে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চীনের স্মার্টফোন বাজারে তিনে নেমে গেছে অ্যাপল। অ্যাপলের অবস্থান এখন চীনের শিয়াওমি ও হুয়াইয়ের পেছনে।