আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
গত শনিবার রাতে হামলাটি চালানো হয়েছে বলে আজ রবিবার জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
প্রাদেশিক গভর্নর হায়াতুল্লাহ আমিরি বলেছেন, শনিবার রাতে খান আবাদ জেলায় সরকারপন্থী বেসামরিক বাহিনী ও বেসামরিকদের এক আড্ডাস্থলে এক জঙ্গি হামলাটি চালিয়েছে। এতে বেসামরিক বাহিনীটির ১৯ সদস্য ও তিন বেসামরিক নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সরকারপন্থী নেতা আব্দুল কাদিরও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে।