আবারও বিশ্বসেরা ব্যাটসম্যান নিয়ে সিদ্ধান্ত পাল্টালো আইসিসি ! অবস্থান হারালেন যারা

আবারও বিশ্বসেরা ব্যাটসম্যান নিয়ে সিদ্ধান্ত পাল্টালো আইসিসি ! অবস্থান হারালেন যারা

অ্যাসেজ সিরিজের আগে সব ধরনের ক্রিকেটে জয়জয়কার ছিল অস্ট্রেলিয়ার। দুর্দান্ত ফর্মে ছিলেন অসি ক্রিকেটার স্টিভেন স্মিথ। বাংলাদেশের মমিনুল হক যে তালিকায় ৩৫ নম্বরে। sdsfঅন্যদিকে তামিম ও সাকিব রয়েছেন যথাক্রমে ২৭ ও ২৮ নম্বরে। সে তালিকায় নাম্বর ওয়ান হয়েছেন এক মারকুটে ব্যাটসম্যান।

কয়েকদিন আগে টেস্টে আইসিসির হিসাবে বিশ্বসেরা ব্যাটসম্যান নির্বাচিত হন স্টিভেন স্মিথ। জো রুট অ্যসেজ সিরিজে ইংলিশদের হয়ে দারুণ খেলছেন। আর এ নিয়ে ফের সিদ্ধান্ত নেয় আইসিসি। রুট নাম্বার ওয়ানে পৌঁছে গেলেন। ডি ভিলিয়ার্স বাংলাদেশের সাথে টেস্ট না খেললেও দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছেন। স্টিভেন স্মিথ চলে গেছেন সেরা তিনে।

টেস্টে চার নম্বরে রয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে পরাস্ত হওয়া হাশিম আমলা। অন্যদিকে পাঁচ নম্বরে রয়েছেন লঙ্কান তারকা সাঙ্গাকারা। শ্রীলঙ্কার ম্যাথুউস রয়েছেন এর পরে। পাকিস্তানের ইউনুস খান রয়েছেন সেরা সাতে। নিউজিল্যান্ডের কেন ইউলিয়ামসন আট নম্বরে। অস্ট্রেলিয়ার রগ্রেস ও ভারতের বিরাট কোহলি যথাক্রমে সেরা নয় ও দশে রয়েছেন।

খেলাধূলা