গত ১০০ দিনে ৩৬৮ বার কেঁপেছে নেপাল!

গত ১০০ দিনে ৩৬৮ বার কেঁপেছে নেপাল!

গত ২৫ এপ্রিল প্রায় ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমালয় কন্যা নেপাল। কম্পনের পর কম্পনে প্রাণ হারায় প্রায় ৯ হাজারেরও বেশি মানুষ। আহত হয় ২৩ হাজারেরও বেশি। 6544মাটিতে মিশে যায় ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তবে আতঙ্কের রেশ এখনও কাটেনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ২৫ এপ্রিলের পরের ১০০ দিনে অন্তত কেঁপে উঠেছে ৩৬৮ বার নেপালের মাটি।
রেকর্ড বলছে, ২৫ এপ্রিলের পর থেকে ৩৬৮ বার ভূকম্পন অনুভূত হয়েছে নেপালে। এর সবগুলোই আফটার শক। রিখটার স্কেলে কোনওটির কম্পাঙ্কই ৪-এর নিচে নয়।
এমনকি গতকাল শুক্রবার সকাল ১১.৫৭ মিনিটে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ভূকম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। কম্পনের উত্সস্থল কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার পূর্বে। ভূমিকম্প হয়েছে গত বৃহস্পতিবার রাতেও। উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ১১০ কিলোমিটার দূরে।
ভূ-বিজ্ঞানীদের সতর্কবাণী আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এতো বেশি আফটার শকের কারণে নেপাল ও ভারতে ২৫ এপ্রিলের ভূমিকম্পের মতোই শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক