শাহজালালে যাত্রীর পেটে ৬ স্বর্ণের বার!

শাহজালালে যাত্রীর পেটে ৬ স্বর্ণের বার!

Hajrot-Shahjalal-International-Airportহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফিকুল ইসলাম (৩৯) নামে এক যাত্রীর পেটে এক্সরে করে ৬টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক রফিকুলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তার পেট থেকে উদ্ধার হওয়া ৬ স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম। যার র্বতমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

ঢাকা কাস্টম কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার সোহেল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিয়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকা আসেন রফিকুল।

‘গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রফিকুল ইসলামের লাগেজে তল্লাশি চালানো হয়। তবে তার ব্যাগে কোনো স্বর্ণের বার পাওয়া যায়নি,’ যোগ করেন সোহেল রহমান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রফিকুল কিছুই বলেননি। তবে তার চলাফেরায় আমাদের সন্দেহ হয়। তাই ওই সময়ই তাকে আটক করা হয়।

পরে শুক্রবার সকালে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে রফিকুলের পুরো শরীরে এক্স-রে করলে তার পেটে ৬টি স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়।

পরবর্তীতে রফিকুলের পেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো বের করা হয়। সেখানে দেখা যায়, স্বর্ণের প্রতিটি বারেই কালো স্কসটেপে মোড়ানো ছিল।

রফিকুলের উদ্ধৃতি দিয়ে কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান, পাচারের জন্য কৌশলে তার পায়ুপথের ভেতর দিয়ে স্বর্ণের বারগুলো পেটে ঢোকানো হয়েছিল। তিনি নিয়মিত বিদেশ যেতেন বলেও আমাদের জানিয়েছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ শীর্ষ খবর