দূর্বল হয়ে পড়েছে কোমেন

দূর্বল হয়ে পড়েছে কোমেন

komenআপাতত ঘূর্ণিঝড় কোমেন থেকে শঙ্কামুক্ত কক্সবাজার। উপকূল থেকে ঘূর্ণিঝড়টি বর্তমানে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে স্থির অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ খবর জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দরের দক্ষিণ-পশ্চিমে ৬৬ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাতাসের গতিবেগ পরিবর্তন না হলে এটি কক্সবাজারে আঘাত হানার আশঙ্কা নেই।

বৃষ্টিপাত হলে ঘূর্ণিঝড়ের শক্তি নষ্ট হবে। আর বৃষ্টিপাত না হলে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে বয়ে যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ শীর্ষ খবর