বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে দল থেকে বহিষ্কার করলে বিএনপি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সেরা সাংবাদিক পুরস্কার-২০১৪ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্যাবল টেভি দর্শক ফোরাম।
হাসানুল হক ইনু বলেন, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী নেতা-নেত্রী যদি কোনো গণতান্ত্রিক দলে থাকে তাহলে দলের সাংগঠনিক অবস্থা এমনিতেই ভেঙ্গে পড়বে। তাই বিএনপির নেতাদের বলবো, আগুন সন্ত্রাসী ও দুর্নীতিবাজ খালেদা ও তারেক রহমানকে বাদ দিয়ে দলকে শক্তিশালী করুন।
বিএনপির ভাঙন এ সরকারের উদ্দেশ্য নয় জানিয়ে ইনু বলেন, এই সরকার গণতন্ত্র, বহুমত, বহুদল ও নির্বাচনে বিশ্বাস করে। দল ভাঙা ও দল নিষ্ক্রিয় করা সরকারের কোনো লক্ষ্য নয়। দল থাকবে তবে দলের মধ্যে কোনো নেতা অপরাধী হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দল কোনো অপরাধী, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে পারে না। তাই কোনো আগুন সন্ত্রাসী, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধীদের বিচার করা মানে কোনো দল ভাঙা নয়।
গণমাধ্যমের জন্য জাতীয় সম্প্রচার কমিশন গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, টেলিভিশন সম্প্রচার কমিশন হবে সম্প্রচার আইন ও সাংবাদিকদের সুরক্ষায়। এই কমিশন সাংবাদিক ও দর্শকদের স্বার্থ রক্ষা করবে। সরকার ও রাষ্ট্রের স্বার্থ দেখবে। সম্প্রচার কমিশন ও আইনের মাধ্যমে সরকারি হস্তক্ষেপ কোনো প্রতিষ্ঠান ধ্বংস হবে না।
গণমাধ্যমের উস্কানি ও অশ্লীলতাকে কোনো ছাড় দেওয়া জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও রাজনীতিতে কোনো অপরাধী থাকবে না। গণমাধ্যমকে উস্কানি ও অশ্লীলতা থেকে মুক্ত করার চেষ্টা করা হবে।
তথ্যমন্ত্রীর বক্তব্যের পরপরেই দর্শক জরিপে সেরা সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের পুরষ্কৃত করা হয়।
বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি শাহাবুদ্দিন শাহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, গোল্ডেন ওয়ার্ল্ড এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদা হোসেন প্রমুখ।