বাংলাদেশের লাকী গ্রাউন্ড চট্টগ্রামের স্টেডিয়াম

ctg stdচট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই ভেন্যুটিও বাংলাদেশের জন্য লাকী গ্রাউন্ড। এর আগে এখানে ১৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে দু’টি ম্যাচে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচ দু’টি। আর অবশিষ্ট ১৫ ম্যাচের মধ্যে ৯টিতে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ছয়টি ম্যাচে হারে।
এদিকে এই নিয়ে দ্বিতীয়বারের মত জহুর আহমেদ স্টেডিয়ামে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এর আগে মাত্র একবার এই ভেন্যুতে খেলেছে প্রোটিয়াসরা। ২০০৮ সালের ৯ই মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচটি ৯ উইকেটে জিতেছিলো প্রোটিয়াসরা।

খেলাধূলা শীর্ষ খবর