পুঁজিবাজারের তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. আমিরুল্লাহ নিজ প্রতিষ্ঠানের শেয়ার গ্রহণ সম্পন্ন করেছে। তিনি এ শেয়ার ডিএসই’র স্বাভাবিক লেনদেনে বাইরে উপহার হিসেবে গ্রহণ করেছেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. আমিরুল্লাহ তার স্ত্রী ও মেয়ের কাছ থেকে মোট ৬ লাখ ১৭ হাজার শেয়ার উপহার গ্রহণ সম্পন্ন করেছেন।
যার মধ্যে তার স্ত্রী আয়েশা আমিরের কাছ থেকে ২ লাখ ৯৫ হাজার এবং মেয়ে তামরিন আমির শারশার কাছ থেকে ৩ লাখ ২২ হাজার শেয়ার গ্রহণ সম্পন্ন করেছেন।
শেয়ার গ্রহণের ঘোষণা দেওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার গ্রহণ সম্পন্ন করেছেন।