বুধবার স্পট মার্কেটে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার

বুধবার স্পট মার্কেটে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানির শেয়ার বুধবার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৪ থেকে ১৮ মার্চ পর্যন্ত এ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন চলবে।

উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ এপ্রিল সকাল ১১টায় রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টার, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মার্চ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৫৬ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১২ দশমিক ০৮ টাকা।

অর্থ বাণিজ্য