রেকর্ড ডেট থাকার কারণে বিএটিবিসি কোম্পানির শেয়ার লেনদেন বুধবার স্থগিত থাকবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য মোট ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির কর পরবর্তী আয় হয়েছে ২৫৫ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়া কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ দশমিক ৫১ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৫২ টাকা।